MENU

About Somvranto - Bangladesh's Trusted Health & Nutrition Store

Short History ইতিহাস of Somvranto.

সাল ২০১৪; অফসোর্স বিডি নামে বাংলাদেশের যাত্রা শুরু হয় একটি প্রতিষ্ঠানের, যা স্বনামধন্য কিছু ব্র্যান্ডের ফরেন কসমেটিকস দেশের মার্কেটে সাপ্লাই দিতে থাকে। যেটির ফোকাস ছিল B2B

বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার নানা জটিলতায় পড়ে প্রতিষ্ঠানটি B2B থেকে আস্তে আস্তে B2C এর দিকে ফোকাস করতে থাকে

পরে প্রতিষ্ঠানটি বিউটিস্টোর বিডি তে রূপান্তরিত হয় এবং কসমেটিকস ব্যবসা ব্যবসা খুব ভালোভাবে স্বনামধন্যতার সাথে কন্টিনিউ করতে থাকে

২০১৬ সালে বাংলাদেশে আসে হেলথলজি যা ছিল বাংলাদেশের জিম সাপ্লিমেন্ট, স্পোর্টস নিউট্রিশন এবং  ডায়েটারি ফুড সাপ্লিমেন্ট এর ইন্ডাস্ট্রিতে একটি মাইলফলক এবং নতুন অধ্যায়.

বাংলাদেশি স্বাস্থ্যসচেতন জনসাধারণের জন্য এটি খুবই সমাদৃত হয়ে থাকে এবং খুব দ্রুত এর জনপ্রিয়তা বাড়তে থাকে

কারণ তখন এই সকল প্রোডাক্টের অ্যাভেলেবলিটি বলতে গেলে প্রায় ছিলই না এবং খুঁজে পাওয়া দুর্লভ বিষয় ছিল।  যা কিছু পাওয়া যেত তার ফ্লেভার ভেরিয়েন্ট এর স্বল্পতা আকাশচুম্বী দাম এবং প্রোডাক্টের অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন ছিল।

আমরাই বাংলাদেশ প্রথম ফুড সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রিতে যথেষ্ট সংখ্যক ফ্লেভার ভ্যারাইটি প্রডাক্ট ভ্যারাইটি এবং প্রোডাক্টের অথেন্টিসিটি মুভমেন্ট শুরু করি ও প্রোডাক্টের ন্যায় সঙ্গত মূল্য কার্যকর করি

বাংলাদেশের আনাচে-কানাচে গড়ে ওঠা সাপ্লিমেন্ট ব্যবসা এবং অতি মুনাফালোভী ব্যবসায়ীদের জন্য একটি অশনি সংকেত হয়ে ওঠে

অনেক চড়াই উতরাই পার করে প্রতিষ্ঠানটি ২০১৭ সালের মধ্যে ২৫ টিরও বেশি আন্তর্জাতিক ফুড সাপ্লিমেন্ট এবং স্পোর্টস নিউট্রিশন ব্র্যান্ডের বাংলাদেশে অফিশিয়াল ডিস্ট্রিবিউটর এবং অথরাইজড সেলার নির্বাচিত হয়

উল্লেখ্য যে হেলথলজি একটি বিদেশি প্রতিষ্ঠান যা ব্রিটিশ সরকারের অধীনে হেলথলজি ইউ-কে লিমিটেড নামে নিবন্ধিত

ধানমন্ডিতে দুটি শোরুম এবং তিনটি ভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালিত হতো

২০২০ সালের মার্চ মাসে কোভিড-১৯ এর কারণে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সমস্ত ব্যবসা হুমকির মুখে পড়ে। সারাদেশে দোকান এবং সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়

২০২১ সালে গ্রুপের মালিকানাধীন আন্তর্জাতিক ব্র্যান্ড সমূহের বাংলাদেশের অপারেশন সীমিত করা হয় এবং "সম্ভ্রান্ত" নামে একটি ব্র্যান্ড গঠন করা হয় যার মাধ্যমে পূর্বের সকল অপারেশন একটি ব্র্যান্ডের অধীনে বাংলাদেশের লোকাল ভাবে পরিচালিত হবে

আমরা শুধুমাত্র ইউএসএ, ইউকে, কানাডা এবং ইউরোপিয়ান দেশসমূহ থেকে ফরেন প্রোডাক্ট সোর্সিং করে থাকি

Frequently Asked Question
// সচরাচর জিজ্ঞাসা

আপনার অধিকাংশ প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে
এর পরও যদি আপনার কোন প্রশ্ন থেকে থাকে সে ক্ষেত্রে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন

How Somvranto Source Authentic Products for Bangladesh?

Somvranto is Direct importer & supplier of the brands we carry in Bangladesh. 


Somvranto sources its products directly either from manufacturers or officially authorized distributors of the brand. No middleman in the supply chain. 


We also do not allow sourcing or listing products on our website from any 3rd party suppliers. You can read more details about us by clicking here.

How many years Somvranto is in Business?

Since 2014, Somvranto has been a pioneer serving Natural Medicine, Dietary Supplement, Sports Nutrition, Organic Health & Beauty market early by introducing wide range of world renowned brands here in Bangladesh. 


Since then we have served Thousands of customers with Hundreds of Thousands of units Delivered. We have been very choosy for what to bring. We do not import just random items without proper study of it's quality & effectiveness. 


You can read more details about our journey by clicking here.

আমি কি করে বুঝবো যে আপনাদের এই প্রোডাক্টটি জেনুইন / আপনাদের প্রোডাক্ট কি অরিজিনাল?

দারুণ প্রশ্ন। দয়া করে আমাদের সম্পর্কে উপরের লেখাগুলি ভালো করে পড়ুন

এরপরেও যদি মনে হয় যে এই ধরনের ওয়েটফুল একটি কোম্পানি আপনাকে ফেক অথবা নকল প্রোডাক্ট বিক্রয় করবে তাহলে হয়তো আপনি ভুল জায়গায় এসেছেন, আপনার আস্থার জায়গা দয়া করে আপনি নিজেই নির্বাচন করে নিন

এবং, এই ধরনের প্রশ্ন করার আগে দয়া করে নীচের উল্লেখিত বিষয়গুলোতে যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করুন:


১. কোনও ফেক আইটেম সেলার কি নিজেদের আইটেম কে ফেক বলবে? সবাই নিজেদেরটা অরিজিনাল বলবে।


২. নির্দিষ্ট এই আইটেম টা কি ডুপ্লিকেট হয়? একটা আইটেম কি পরিমাণ ডিমান্ড এবং সেল থাকলে নকলকারীরা সেটা নকল করে সেটা আগে জানতে হবে। ২ টাকার নোট জাল হয় এমন কোনদিন শুনেছেন? জাল হয় ৫০০ /১০০০ টাকার নোট।


৩. এরপরেও নিজে যদি গবেষক না হন এবং বিশ্বমানের কোনও ল্যাব না থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনার পক্ষে কোনটা আসল আর কোনটা নকল তা, প্রমাণ করা সম্ভব নয়। 


এজন্য কার থেকে প্রোডাক্ট কিনছেন তা সবার আগে জানা এবং তাকে বিশ্বাস করবেন কিনা সেটা দেখা দরকার। আপনার সেলার এর হিস্ট্রি, তারা কতদিন থেকে বাবসা তে আছে, তারা কিভাবে কোথা থেকে ইমপোর্ট করে, নিজেরা ইমপোর্ট করে কিনা ইত্যাদি খতিয়ে দেখার প্রয়োজন আছে। 


৪. আমাদের পেজ এ প্রচুর ভিডিও পাবেন শিপমেন্ট আনবক্স করার 

প্রোডাক্ট এর গেটআপ ছবির সাথে মিলছে না / ছবির ভিন্নতা

কিছু কিছু বড় ব্র্যান্ড তার পণ্য বিভিন্ন দেশে ম্যানুফ্যাকচার করে থাকে

ভিন্ন ভিন্ন দেশের লোকাল পলিসি অনুযায়ী প্রডাক্ট প্যাকেজিং এর উপরে সামান্য পরিবর্তন থাকতে পারে | এই বিষয়ে  সরাসরি ব্র্যান্ড ম্যানুফ্যাকচারার এর সাথে যোগাযোগ করে ভেরিফাই করে নিলে ভালো হয়

কিছু কিছু ব্র্যান্ড প্রায়শই তাদের প্রোডাক্ট গেটাপ পরিবর্তন করে থাকে, সেক্ষেত্রে আমাদের পক্ষে প্রতি 6 মাস অথবা এক বছর অন্তর অন্তর ব্র্যান্ডের ওয়েবসাইট থেকে নতুন ছবি আমাদের ওয়েবসাইটে আপলোড করা সবসময় সম্ভব হয় না। এরপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করি তা আপডেট রাখার। 

প্রোডাক্ট এর ফর্মুলা / ডোজ / নিউট্রিশন ফ্যাক্ট / ইনগ্রিডিয়েন্ট ছবির সাথে মিলছে না / ছবির ভিন্নতা

কিছু ব্র্যান্ড তাদের প্রোডাক্ট এর ফর্মুলা পরিবর্তন করে থাকে, কিন্তু সেটা অহরোহ / ঘন ঘন করেনা। সেক্ষেত্রে আমাদের পক্ষে তা নোটিস করতে কিছু সময় লেগে যায়, কারণ 2 দিন পর পর আমরা হাজারো প্রোডাক্টের ফর্মুলা তে কোনও পরিবর্তন আসলো কিনা তা ট্রাক করি না। 


বিষয়টা আমাদের কাস্টমারদের তরফ থেকে অথবা কেউ জানালে অথবা কোনভাবে আমাদের নজর এ আসলেই তা আমরা আবার নতুন ছবি তুলে তা আমাদের সাইট এ পরিবর্তন করি। এরপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করি তা আপডেট রাখার। 

কিভাবে আপনারা এত কম দামে প্রোডাক্ট দেন

দয়া করে উপরের লেখাগুলি ভালো করে পড়ুন। আমরা Direct Importer.

আমরা সরাসরি ম্যানুফ্যাকচারার অথবা ম্যানুফ্যাকচারার এর অফিসিয়াল first-party ডিস্ট্রিবিউটর থেকে সংগ্রহ করে থাকি। কোনও মিডল ম্যান আমাদের সাপ্লাই চেইন এ নেই। এজন্যই আমরা এত অসাধারণ প্রাইসিং দিতে পারি


আমরা হোলসেল, কর্পোরেট এবং হেলথকেয়ার প্রফেশনাল দেরও সাপ্লাই দিয়ে থাকি।


Our weekly Newsletter.
Subscribe for a "Reason" in Your Inbox

SOMVRANTO